বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের আরএন রোড নলডাঙ্গা রোডের আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চতুর্থ ব্যাচের ১৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১৬ জনকে সেলাই মেশিন ও নগদ ৭ হাজার টাকা করে এবং ৩ জনকে মেশিন থাকায় নগদ ১২ হাজার টাকা করে দেয়া হয়।
রিপন অটোস যশোরের সার্বিক ব্যবস্থাপনায় সেলাই মেশিন ও টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিপন অটোসের চেয়ামর্যান এজাজ উদ্দিন টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন যশোর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, আরএন রোড ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, মহল্লা সুরক্ষা কমিটির আহবায়ক খান মো. শফিক রতন, বেসরকারি ব্যাংক কর্মকর্তা শাহ নেওয়াজ লেনিন, প্রশিক্ষণার্থী মারুফা হেলেন প্রমুখ।
রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন জানান, আসাদ স্মৃতি ইনস্টিটিউশন একটি সামাজিক প্রতিষ্ঠান। এখানে মোট চার ব্যাচে ৮০ জন প্রশিক্ষণ শেষ করেছেন। যাদের সবাইকে সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য নগদ টাকা প্রদান করা হয়েছে।
একই সাথে যারা প্রশিক্ষণ শেষ করেছেন, তাদের জন্য একটি অস্থায়ী কারখানা গড়ে তোলা হয়েছে। যেখানে ৬টি পায়ে চালানো মেশিন, ২টি ডিজিটাল ও একটি লক মেশিন ও নগদ এক লাখ টাকা দেয়া হয়েছে।
এখানে বসে উদ্যোক্তারা তাদের পণ্য তৈরি করে বাজারজাত করতে পারবেন। যার সুবিধাভোগী হবেন তারা নিজেরাই।