বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শিশু মেলা এলাকা থেকে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, চলতি মাসের ২১ অক্টোবর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়, যার নম্বর ২৩।
রাতভর জিজ্ঞাসাবাদে উঠে আসে, শাহারুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। এমনকি ওই মামলার আসামিদের সাথেও তার সখ্যতা রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ওই মামলার ঘটনার সঙ্গে শাহারুলের সম্পৃক্ততা রয়েছে। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, শাহারুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।

