বাংলার ভোর প্রতিবেদক

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর এর উদ্যোগে অভিভাবক ওপেন হাউজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আরবপুর দীঘিরপাড়ে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক সারাফাত হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সচিব গাউসুল আজম, এডমিন মোস্তফা কামালসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবু ফয়সাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সন্তানদের শুধু সাধারণ শিক্ষা নয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরো বলেন, ত্রি-ভাষিক এই চেইন স্কুল ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা একসাথে ইংলিশ, বাংলা ও আরবি ভার্সনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সারাফাত হোসেনের সভাপতিত্ব বলেন, যশোরের অভিভাবকদের মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যে চাহিদা ছিল, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ সেই চাহিদার বাস্তব রূপ। এখানে ন্যাশনাল কারিকুলাম বাংলা ও ইংলিশ ভার্সনের পাশাপাশি হিফজুল কোরআন বিভাগ চালু রয়েছে। আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় ফুলটাইম স্কুলিং সুবিধা থাকায় শিক্ষার্থীরা নিরাপদ ও নিয়মিত শিক্ষার পরিবেশ পাচ্ছে। এটি সময়োপযোগী, আদর্শ ও ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। ইংলিশ, বাংলা ও আরবি ভার্সনের পাশাপাশি হিফজ বিভাগের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থেই ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি।

অভিভাবকদের পক্ষ থেকে মতবিনিময়ে রুনা লায়লা বলেন, আমাদের সন্তানদের জন্য আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বিত এমন প্রতিষ্ঠান যশোরে আগে ছিল না। এখানে সন্তান ভর্তি করতে পেরে আমি খুবই সন্তুষ্ট।
আরেক অভিভাবক সায়মা রহমান বলেন, ইংলিশ, বাংলা ও আরবি এই তিন ভার্সনের পাশাপাশি হিফজের সুযোগ থাকা সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের সন্তানরা নৈতিকভাবে গড়ে উঠবে বলে বিশ্বাস করি। অভিভাবক আবু নাসের বলেন, আমি আমার দুই সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছি। এখানকার পরিবেশ, শিক্ষকবৃন্দ ও শিক্ষা কার্যক্রম দেখে আমি অত্যন্ত আশাবাদী।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version