আন্তর্জাতিক শিশু দিবস ও ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পথশিশুদের নিয়ে আনন্দ উদযাপন ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরপার্কে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন শেষে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে যশোর রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝেও খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াভ স্কোয়াডের ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকী ও প্রান্ত বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইয়াভ ফাউণ্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়, ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি পরমা শিকদার পাখি, ইয়াভ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মোহন, লিসা মনি, সৌমিত্র গাঙ্গুলী, রুমানা নওরিন, স্নিগ্ধা আইচ প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version