বাংলার ভোর প্রতিবেদক
ফিলিস্তিতে দখলদার-গণহত্যাকারী ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আয়োজনে গতকাল বেলা ১১টায় যশোর টাউন হল ময়দানে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গণহত্যা ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করে উদীচী যশোরের শিল্পীরা। এরপর কবিতা পাঠ করে উদীচীর আবৃত্তি শিল্পী কাজী শাহেদ নওয়াজ।
এরপর এক সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপত্বি করেন প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আহ্বায়ক প্রফেসর ইসরারুল হক। অনুষ্ঠান পরিচালনা ও শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক মফিজুর রহমান রুন্নু।
আহ্বায়কের পক্ষে লিখিত ঘোষণা পাঠ করেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। ঘোষণা পাঠের মধ্য দিয়ে সংহতি সমাবেশ শেষ হয় এবং টাউন হল ময়দান থেকে ফেস্টুন প্লাকার্ডে সু-সজ্জিত একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিল থেকে ‘জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিস্কার, গণহত্যার দায়ে বাইডেন ও নেতানিয়াহুর বিচার, জায়ানবাদ-মার্কিন সাম্রাজ্যবাদ’ শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হয়।
গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়। এসময় প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আহ্বায়ক প্রফেসর ইসরারুল হক কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম-উর-রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহাদাদ খান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক নেতা নাজিমউদ্দিন, বাসদ’র (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাসদ যশোর জেলা কমিটির সমন্বয়ক শাহাজাহান আলী, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সনাতন ধর্ম সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. শহীদ আনোয়ার, চারুতীর্থের সভাপতি কাজী ইমদাদুল হক, যশোর মহিলা পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ, থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজী শাহেদ নওয়াজ, ভৈবর নদ সংস্কার আন্দোলনের নেতা মোবশ্বের হোসেন বাবু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মৈত্রী ভলান্টিয়ার্স যশোরের সদস্য সচির কাজী মামুনুর রশীদ, সুজন দত্ত লাল্টু, ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ।