মাগুরা সংবাদদাতা:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন-২০২৬ বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগনের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম নাসরুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল।
সংগঠনের জেলা সভাপতি আবু হানিফ বিন মোহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবাযের হোসেন শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ মানসুর রহমান, মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ইমনসহ মাগুরা জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ।
এছাড়াও সম্মেলনে থানা ও ক্যাম্পাস শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এম. মাকফ বিল্লাহকে সভাপতি, এম. সাবিত হাসানকে সহ-সভাপতি ও
মমিনুল ইসলাম জুনাইদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
