ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোর আইসিএবি মিলনায়তনে শহর সভাপতি মুহাম্মাদ আরিফ বিল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মদ আবু হুরাইরার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ইসলামী সংগনের জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত।
এ সময় শহর শাখার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে যশোর শহর শাখার নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ আবু হুরাইরা, সহ-সভাপতি মুহাম্মাদ ফজলে রাব্বি, সহ-সভাপতি: মুহাম্মাদ মুঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমদাদুল্লাহ,
সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ বায়েজিদ গাজী, প্রশিক্ষণ সম্পাদক মাহদুল্লাহ রিহাদ গাজী মনোনীত হয়েছেন।
