ইসলামিক ফাউণ্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫’।
এতে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমদাদুল হক।
উপস্থিত ছিলেন হাসেম আলী, মাসুদুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ শাহ আলমসহ ফাউণ্ডেশনের কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিনব্যাপি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দুটি গ্রুপে কিরাত, আজান, কবিতা আবৃত্তি, ইসলামী গান এবং উপস্থিত বক্তৃৃতাসহ পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।-প্রেস বিজ্ঞপ্তি

