মাগুরা সংবাদদাতা
উৎসবমুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দুপুরে শালিখা ইকোপার্কে অনুষ্ঠিত হয়েছে।
শালিখা প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া। প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য শালিখা প্রেসক্লাবের সভাপতি শহীদুজ্জামান চাঁদ, এইচএম রাজিব, মুন্সী হাবিবুল্লাহ ও নাজমুল হককে ছাড়াও প্রধান ও বিশেষ অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শালিখাসহ মাগুরা, মহম্মদপুর, শ্রীপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

