যবিপ্রবি সংবাদদাতা

পারিবারিক সমস্যা থাকার পরও যেই মা ছেলেকে পড়াশোনা থেকে পিছিয়ে রাখেননি। পৃথিবীর সকল বাধা উপেক্ষা করে যেই মা তার ছেলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যে মা দারিদ্রতাকে হার মানিয়ে সন্তানকে গড়ে তুলছেন সুশিক্ষিত করে। সেই মা নিজেই অকালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছেন। এই মা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের ১ম বর্ষের (৬ষ্ঠ তম ব্যাচের) শিক্ষার্থী রোমিম ফকিরের মা।

গত দুই মাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে তার ফুসফুসের ক্যান্সার হয়েছে। ঢাকা টিবি হাসপাতালের ডাক্তারগণ পরামর্শ দিয়েছেন খুব দ্রুত অপারেশন না করলে আর বাঁচানো সম্ভব না। অপারেশনের জন্য এতো টাকা ব্যবস্থা করা রোমিম ফকিরের পরিবারের পক্ষে সম্ভব না।

এমতাবস্থায় সমাজের সকল স্তরের মানুষের মানবিক সহযোগিতাই পারে একজন মাযের জীবন বাঁচাতে, পারে একটি সন্তানের কাছে তার জীবন সংগ্রমী মাকে ফিরিয়ে দিতে।

আসুন নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং একজন মায়ের পাশে দাঁড়িয়ে আরো একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করি।

যোগাযোগের ঠিকানা: রমীম ফকির, রুম নং: ১৩৭, শহীদ মসিউর রহমান হল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
সাহায্য পাঠানোর ঠিকানা: অগ্রণী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০২০৪২৪৪৪৯ (যবিপ্রবি শাখা), বিকাশ: ০১৭৪০৫৬৪৭৫৫, নগদ: ০১৪০৬০০৯১০৫, রকেট: ০১৫১৮৬৪৪৯৩৮, মোবাইল: ০১৩১৩-৮৬৫৫২০ (রমিম)

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version