বাংলার খেলা প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে হযরত ফুটবল একাডেমি যশোর। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা টাইব্রেকারে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হযরত ফুটবল একাডেমি। মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকাতায় সোনালী অতীত ক্লাব যশোর এ টুর্নামেন্টের আয়োজন করছে।

ম্যাচের ৫ মিনিটে আকাশের গোলে এগিয়ে যায় হযরত ফুটবল একাডেমি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পাঁচ মিনিট পরেই শাহ আলমের গোলে সমতায় ফেরে বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমি। পরে কোন দলই আর গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হয়।

পরে টাইব্রেকারে হযরত ফুটবল একাডেমি পাঁচ শটের পাঁচটিতেই গোল করে। চিত্রা ফুটবল একাডেমি ৪টি শটের তিনটিতে গোল করতে পরে। শেষ শটটি নেয়ার প্রয়োজন পড়েনি। হযরত ফুটবল একাডেমির আকাশ হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। আকাশের হাতে পুরস্কার তুলে দেন সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ।

আজ একই মাঠে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে উপশহর ফুটবল একাডেমি ও শার্শা ফুটবল একাডেমি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version