কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা:
২০০৩ সাল থেকে ২৩ বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জে গরীব মেধাবী ৪০ জন মেয়ে শিক্ষর্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন এক জাপানী নারী। তার মহানুভবতায় প্রতি ৩ মাস পর পর হিরো উমেন শিক্ষাবৃত্তি নামে দেয়া অনুদানের অর্থের মধ্যে স্কুল পর্যায়ের মেয়েদের মাথাপিছু ১২শ’ টাকা এবং কলেজ পর্যায়ের মেয়েদের ১৫শ’ টাকা করে দেয়া হয়। মানবিক আর্থিক সহায়তাকারী ৮৭ বছর বয়সী ওই জাপানী নারীর নাম হিরোকো কোবাইসি। তিনি ৫/৭ বছর পর পর বাংলাদেশে বেড়াতে আসেন। এবারে তার পাঠানো অর্থ গত রোববার বিকেলে কালীগঞ্জ বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০ জন গরীব মেয়ে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, কালীগঞ্জের ন্যায় অনুরুপ ভাবে তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলারও ৪০ জন গরীব মেধাবী মেয়েকে আর্থিক সহযোগিতা করে আসছেন।


বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতা এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ এন্ড এফ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালী। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার স্কুল পযায়ের ১০ জন মেয়ে শিক্ষার্থীকে ১২শ’ করে এবং কলেজ পর্যায়ের ২৯ জন মেয়ে শিক্ষার্থীকে ১৫’শ করে এপ্রিল-জুন ২০২৪ তিন মাসের বাবদ এককালিন অনুদানের টাকা প্রদান করা হয়।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনিকেতন পাঠশালার সহকারী শিক্ষিকা সুফিয়া খাতুন।

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কর্মকর্তা শাহজাহান আলী বিপাশ জানায়, জাপানি নারী হিরোকো কোবাইসি ঝিনাইদহের কালীঞ্জের ৪০ জন মেয়ে শিক্ষার্থী ছাড়াও পঞ্চগড় জেলার বোদা উপজেলারও ৪০ জন গরীব মেধাবী মেয়েকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন। তার দেয়া অর্থ স্কুল পর্যায়ে ৮ম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত গরীব মেধাবী মেয়েরা পেয়ে থাকেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version