বাংলার ভোর প্রতিবেদক
যশোরে টানা এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর দেখা মিলেছে বৃষ্টির। এতে উত্তাপ কমে জনজীবনে শান্তির পরশ এনে দিয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে অনেকেই বৃষ্টিতে মনের আনন্দে ভিজেছেন। তবে বিকালের বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস কিংবা বজ্রপাত না হলেও রাতে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আগামি দুই থেকে তিনদিন ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
টানা কয়েকদিন দক্ষিণপশ্চিম অঞ্চলের জেলা যশোরে তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাপমাত্রার পারদ ৩৮ থেকে ৪১ ডিগ্রি সিলসিয়াসের মধ্যে উঠানামা করে। এতে প্রচণ্ড তাপদাহে লোকজন অতিষ্ঠ হয়ে হাঁসফাঁস করছিলেন। হঠাৎ বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। রাতেও ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস।
যশোর শহরের মুজিব সড়কের ব্যবসায়ী আনিচুর রহমান বলেন, ‘গ্রীস্মের শুরুতে তীব্র গরমে বাইরে বের হওয়াই কষ্টকর ছিল। জীবিকার তাগিদে বের হলেও অতিরিক্ত গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল। আজ বিকেল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি লাগছে।’
সার্কিট হাউজ এলাকার বাসিন্দা তহমিনা বেগম বলেন, ‘গরমে দম বন্ধ হয়ে যাচ্ছিল। ফ্যানের বাতাসও গরম লাগছিল। এখন বৃষ্টির পর আবহাওয়া ঠাণ্ডা হয়েছে, বেশ স্বস্তি লাগছে।’
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘যশোরে অঞ্চলে অব্যহত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশ মেঘলা দেখা যায়। বুঝা যাচ্ছিলো যেকোন সময় বৃষ্টি হবে। হঠাৎ বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। তীব্র তাপদাহের পর এ বৃষ্টিতে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। এখন মাঠে তেমন ধান নেই। তাপদাহে এই বৃষ্টি সবজির জন্য উপকার হলো। তবে অব্যহত বৃষ্টি হলে সবজির জন্য খারাপ।’
এদিকে, টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা বজায় থাকবে আগামী অন্তত এক থেকে দেড় সপ্তাহের মতো। ফলে শিগগির গরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে না দেশবাসীকে।
বৃহস্পতিবারসহ আবহাওয়া অধিদপ্তরের আগামী ৪ দিনের এবং বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং চাঁদপুর জেলাসহ খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তৃতীয় দিন অর্থাৎ, আগামী ১৭ মে’র পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ১৮ মে’র জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এরপর, ১৯ মে অর্থাৎ, ৫ম দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।