তালা সংবাদদাতা

এ যেন মরার উপরে খাঁড়ার ঘা। পিতা নাই, মাতা নাই, নাই মাথা গোজার ঠাঁই। কোরআনের হাফেজ আরিফুল ইসলাম শেষ সম্বলও গেল হারিয়ে।
গত বুধবার রাত তিন টার দিকে তালার পল্লী আগোলঝাড়া গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়েছে।

তালার মদন পুর আনছার মাহামুদ এতিমখানা ও লিল্লাহি বোর্ডিং এ হাফেজ শাখার এতিম আরিফুল ইসলাম (১৪)। উপজেলার আগোলঝাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মোল্লার ছেলে। পিতার দ্বিতীয় বিয়ের কারণে তার ঠাঁই হয় এতিমখানায়। কিন্তু ওই সংসারে এক কন্যা সন্তানের জন্মের পর নজরুরের মৃত্যু হয়।

তারপর দ্বিতীয় স্ত্রী সালেহা স্বামীর ভিটার জমি থেকে নিজের অংশ ও নাবালিকা কন্যার অংশ বিক্রি করেন একই গ্রামের ম মো. সাহাজুদ্দিন শেখের কাছে। কিন্তু সুচতুর সাহাজুদ্দীন দলিলে বাড়ির সকল ফলজ বনজ গাছের পাশাপাশি রান্না ঘরের অংশ, গোয়াল ঘরের অংশ, বাথরুমের অংশ।

টিউবওয়েলের অংশ, কিনেছেন বলে দাবি করেন। আর তাই নিজের ভিটার রক্ষায় সারাজীবনের সঞ্চিত দানের তিন লাখ টাকা রেমাল তাণ্ডবের পরদিন রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে নিয়ে যায়।

এ বিষয়ে এতিম আরিফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

Share.
Exit mobile version