কেশবপুর সংবাদদাতা
রোববার বেলা ১২ টায় কেশবপুর এনজিও কর্মিদের কিস্তি আদায় বন্ধে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা।
স্মারকলিপিতে তারা বলেছেন, বর্তমান বৃষ্টির পানিতে তাদের এলাকা বন্যা কবলিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে তারা রাস্তার উপর বিভিন্ন স্কুল কলেজের ভবনে আশ্রয় নিয়ে দিন যাপন করছেন। তারপরও জীবন জীবিকার কারণে নেয়া এনজিও কিস্তির চাপে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। যেখানে জীবন দারণ কষ্টসাধ্য সেখানে এনজিও কর্মীদের এমন চাপে আমরা দিশেহারা। এ কারণে আপনার মাধ্যমে আমরা এ পরিস্থিতিতে কিস্তি প্রদান থেকে বিরত রাখার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুলবুল, কেশবপুর নিউজ ক্লাবের সহসংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক আবু সালে মাসুদ উপস্থিত ছিলেন।