বাংলার ভোর প্রতিবেদক
নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা যশোরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোরের বাঘারপাড়ার চাড়াভিটাতে পৌঁছালে যশোরের নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা দেন। এ সময় নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
তার এ যাত্রায় দলটির সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী রয়েছেন। এরপর রাত ৮টার দিকে পদযাত্রাটি উপজেলার খাজুরা বাজার হয়ে যশোর শিক্ষাবোর্ড মোড়ে পৌঁছালে যশোরের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর নেতৃবৃন্দ যশোরে রাত্রীযাপন করছেন বলে জানা গেছে। নড়াইল কর্মসূচি শেষ করে যশোর শহরে প্রবেশকালে বিভিন্ন জায়গায় অভ্যর্থনা পেলেও কোথাও বক্তব্য রাখেননি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১০টায় জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করবেন। এরপর স্থানীয় মডেল মসজিদে জুম্মার নামায় আদায় করবেন। নামাজ শেষে শহরে পদযাত্রা শেষে বেলা ২টার দিকে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারপর খুলনার উদ্দেশ্যে রওনা দিবে পদযাত্রাটি।
এদিকে, রাজনৈতিক কর্মসূচি হলেও পদযাত্রাটি নতুন মাত্রা পেয়েছে জনসম্পৃক্ততা ও চেতনার জাগরণ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কর্মসূচি ঘিরে দেখা গেছে অভাবনীয় সাড়া। কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণ এ কর্মসূচিকে দিয়েছে বাড়তি গুরুত্ব। যশোরের সমাবেশ ও পথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থল ও আশপাশের সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে প্যানা।
দলের কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল বলেন, ‘এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি চেতনার জাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার নবায়ন করছি। এই পথসভা ও সমাবেশকে কেন্দ্র করে শহর থেকে মফস্বল পর্যন্ত জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গণঅভ্যুত্থানের নায়কদের এক পলক দেখতে ও তাদের কথা শুনতে যশোরের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।