বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২৫ মার্চের গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়। প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিকী। সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ তার বক্তব্যে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও চর্চার আহবান জানান।

প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরতা চালিয়েছিলো তা ভুলার নয়। প্রতিবছর আমরা একজন মুক্তিযোদ্ধাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই মুক্তিযুদ্ধের স্মৃতি, গল্প শোনার জন্য। যাতে ককরে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস চর্চা করতে পারে।

Share.
Exit mobile version