বাংলার ভোর প্রতিবেদক
এম এম কলেজ বন্ধু ফোরাম-৭৫’র বার্ষিক মিলন মেলা শুক্রবার (২৩/০২/২০২৪) যশোর শহরতলীর পুলেরহাট আঞ্চলিক স্কাউট চত্বরে অনুষ্ঠিত হয়। অন্য বছরের তুলনায় এবারের উপস্থিতি কিছুটা কম হলেও সামগ্রিক ভাবে সুন্দর হয়েছে।
মিলনেমলা উপকেলা আমেরিকা থেকে এসেছে ফারুক, ঢাকা থেকে মতিউর রহমান বাবু, খুলনা থেকে ডা. মুজাহিদ খলিল।
মিলনমেলায় সম্প্রতি মৃত্যুবরণকারি মদন মোহন দত্তসহ অন্যান্য না ফেরার দেশে চলে যাওয়া বন্ধুদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। ডা. নাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক শহিদুল হক বাদলবাৎসরিক প্রতিবেদন উত্থাপন করেন। কোষাধক্ষ্য নজরুল ইসলাম বাৎসরিক হিসেব প্রদান করেন।
আলোচনায় অংশ নেন, অধ্যাপক আব্দুল মজিদ, সালেহা খাতুন, এজেডএম সালেক, জাহিদ হাসান টুকুন, ডা. কাজী মুজাহিদুল ইসলাম, মতিউর রহমান বাবু, ডা. সামসুল আলম দোদুল, সাইফুজ্জামান মজু, কামাল উদ্দিন আহম্মেদ, কাজী আমিনুর রশীদ ফারুক, আজহারুল ইসলাম, সামসুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ। দুপুরের খাবার পর, খেলাসহ প্রাণময় আড্ডায় শেষ হয় মিলনমেলা।
মিলনমেলায় গত ৭ বছর ধরে ফোরাম পরিচালিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকের জন্য ওষুধের দাম বৃদ্ধির কারণে সদস্যদের অনুদান বৃদ্ধির আহবান জানানো হয়।