শালিখা সংবাদদাতা
মাগুরা শালিখার নাঘোসা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। সভায় অভিভাবক সদস্য শহিদুল ইসলাম সভাপতি হিসাবে এ্যাড. সামছুর রহমানের নাম প্রস্তাব করেন, অপর অভিভাবক সদস্য লাইচুর রহমান প্রস্তাবটি সমর্থন করেন। সভায় আর কোন প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে এ্যাড. সামছুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, প্রধান শিক্ষকসহ কমিটির সদস্যবৃন্দ।