স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
১৯৭৩ সাল থেকে যশোরে বৈশাখী উৎসব উদযাপন করে আসছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। পরবর্তীতে ১৯৭৬ সাল থেকে শহরের পৌর উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার রেওয়াজ শুরু হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় নববর্ষের দিন গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশনা করে বাঙালির নিজস্ব সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছে উদীচী যশোর।
এ বছর বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে দিনব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে উদীচী। পহেলা বৈশাখ ভোর ৬ টা ৩১ মিনিটে প্রভাতি অনুষ্ঠান ও বিকেল ৪ টা ১ মিনিটে বৈকালিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে একক ও দলীয় নৃত্য, সংগঠনের গণসংগীত, একক ও যৌথ গান, কবিতা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে বৈকালিক অনুষ্ঠানে থাকছে পল্লী কবি জসিমউদ্দীনের লেখা বিখ্যাত গীতিনাট্য ‘নকশী কাঁথার মাঠ’। গোপালগঞ্জ জেলা উদীচীর পরিবেশনায় এই গীতিনাট্যে দর্শক স্রোতা উপভোগ করবে প্রেম, বিরহ ও গ্রামীণ নারীর জীবনচিত্র।
এদিকে, বর্ষবরণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। সংগঠনের সভাপতি আমিনুর রহমান হিরুকে আহবায়ক ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে নববর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সংগঠনের কার্যালয়ে সেরা পরিবেশনার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সংগঠনটির সদস্য ও শিক্ষার্থীরা।
তবে পরিবর্তীত প্রেক্ষাপটে বর্ষবরণের অনুষ্ঠানে কোনো প্রভাব পড়বে কিনা এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, একটি চক্র জোর পূর্বক ইসলামিক সাংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই চক্রটি অতীতেও সক্রিয় ছিলো, ৫ আগস্ট পরবর্তী সময়ে চক্রটি বেশি সক্রিয়। তবে, উদীচী অতীতের ধারাবাহিকতায় এ বছরও বর্ষবরণের প্রস্তুতি সম্পূর্ণ করছে। এখনও পর্যন্ত কোনো বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতার সম্মুখীত হতে হয়নি।
তিনি আরও বলেন, বৈশাখ বাঙালি জাতিসত্বার উৎসব। এখানে কোনো ধরণের সাম্প্রদায়িকতা না থাকা উচিৎ। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাঙালি হিসেবে বর্ষবরণ করবে। সবার অংশগ্রহণের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে শোভাযাত্রা করা হবে। আমরা আশা করি বৈশাখের উৎসবে অপ্রীতিকর কোনো কিছু ঘটবে না। উৎসব নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা বিগত দিনে যেভাবে নববর্ষ করেছি, যে চেতনা ধারণ করি সেভাবেই উৎসব উদযাপন করবো।
বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে শনিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।