Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওয়ার্ড কাউন্সিলর বাবুলের কোটি টাকার দালালি, আধিপত্য আর রক্তের খেলা
  • মণিরামপুরে শুভসংঘর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
  • নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • হিমালয় পাহাড়ের মতো জেগে আছে শহীদ ওসমান হাদি : বেনজীন খান
  • জীবননগরে কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মণিরামপুরে কৃষকের বাড়িতে ডাকাতি, দুজন আহত
  • হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ডিসেম্বর ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ওয়ার্ড কাউন্সিলর বাবুলের কোটি টাকার দালালি, আধিপত্য আর রক্তের খেলা

যশোরে শ্বশুর-জামাই হত্যা কি একই সূত্রে গাঁথা?
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২০, ২০২৫Updated:ডিসেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলোচিত শ্বশুর ও জামাই হত্যাকাণ্ডকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয়রা। তাদের অভিযোগ, জমি বিক্রির কোটি টাকার দালালির ভাগ-বাটোয়ারা, রাজনৈতিক প্রভাব এবং এলাকার আধিপত্য বিস্তারের লড়াই থেকেই এই দুই খুনের সূত্রপাত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা অধরা থাকায় জনমনে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও নিরাপত্তাহীনতা।

এই দুই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের নাম উঠে এলেও তিনি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছেন। ফলে প্রশ্ন উঠছে-আইনের হাত কি সত্যিই সবার জন্য সমান?

প্রথম খুন : কোটি টাকার দালালির বিরোধ
২০২২ সালের ২৯ মে রাতে যশোর পৌরসভার নাজির শংকরপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আফজাল হোসেনকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি জমি বিক্রির এক কোটি আট লাখ টাকা দালালির কমিশন ভাগাভাগি নিয়ে তৎকালীন কাউন্সিলর বাবুলের সঙ্গে আফজালের বিরোধ চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, এই বিরোধ থেকেই আফজালকে হত্যার পরিকল্পনা করা হয় এবং অর্থের জোগানও আসে ওই সূত্র থেকেই।
আফজাল হত্যা মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন থাকলেও প্রায় সাড়ে তিন বছরেও মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার না হওয়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

খুনের পরও নিরাপদ ঘাতকেরা
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আফজাল হত্যায় সরাসরি জড়িত ছিলেন বাবুলের ঘনিষ্ঠ সহযোগী হাগা সাগর। খুনের পরপরই তাকে কৌশলে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়, যা অনেকের কাছে ‘সুরক্ষা বলয়’ হিসেবে বিবেচিত। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। একই মামলার আসামি শুকুর আলী ও ছোট সাকিবও দীর্ঘদিন ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

বিচার দাবির খেসারত?
আফজাল হত্যার বিচার দাবি করে এলাকায় সরব ছিলেন তার ভাগ্নি জামাই তানভীর হোসেন। স্থানীয়দের দাবি, এই আন্দোলনই তানভীরের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গত ৬ ডিসেম্বর রাতে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তানভীরের পিতা মিন্টু গাজী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক কাউন্সিলর বাবুলসহ আটজনের নাম উল্লেখ করা হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত বাবুল এখনো ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন .. ..

নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজনীতি ও পোষা সন্ত্রাসের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হলেও বাবুলের একটি সন্ত্রাসী নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। এলাকায় খুন, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে এই নেটওয়ার্কই কাজ করছে বলে দাবি তাদের। এমনকি আফজাল হত্যা মামলাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

পরিবার বলছে, আমরা নিরাপদ নই
নিহত আফজালের পিতা সলেমান হোসেন সলু বলেন, “কোটি টাকার দালালির ভাগ নিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই ঘটনার সূত্র ধরেই তানভীরকেও প্রাণ দিতে হয়েছে।”
অন্যদিকে তানভীরের পিতা মিন্টু গাজীর অভিযোগ, ঘটনার পর থেকে তাদের পরিবার নিয়মিত হুমকির মুখে রয়েছে।

পুলিশের বক্তব্য
সিআইডির তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, বাবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের আত্মগোপনে সহায়তা করেছেন-এমন তথ্য তদন্তে পাওয়া গেছে। অপরদিকে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বলেন, প্রধান অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তবে যশোরবাসীর প্রশ্ন একটাই-একই সূত্রে জড়িত দুটি খুনের পরও মূল অভিযুক্তরা কেন অধরা? এই প্রশ্নের উত্তরই এখন অপেক্ষায় আছে পুরো শহর।

আধিপত্য ওয়ার্ড কাউন্সিলর খেলা দালালি বাবুল রক্ত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে শুভসংঘর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ডিসেম্বর ২০, ২০২৫

নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডিসেম্বর ২০, ২০২৫

যশোরে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিসেম্বর ২০, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.