বাংলার ভোর প্রতিবেদক
প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা বৃক্ষরোপণ করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। জনগণের জীবনমান ভারসাম্যপূর্ণ রাখতে অধিক পরিমাণ বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী।
রোববার সদর উপজেলার কচুয়া হাইস্কুল মাঠ হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গাছ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কচুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ অনুষ্ঠানে ইনামুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ করে অধ্যাপক আশরাফ আলী বলেন, গাছ লাগানোর কাজে প্রত্যেককে স্ব-উদ্যোগে প্রচেষ্টা চালানো উচিত। ফলজ ও ঔষধি গাছ বেশি বেশি রোপণ করার পাশাপাশি বনজ বৃক্ষ রোপণ করে স্থানীয় পরিবেশ সুন্দর রাখতে হবে।
এই তিন শ্রেণির গাছের চারা রোপণ করে আমরা যশোর সদর উপজেলাকে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যদের প্রতি উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, শিহাব উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।