কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনি সিটি প্রেসক্লাবে জমি সংক্রান্ত বিষয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শিবপদ পাল বলেন, পিতার মৃত্যুর পর ওয়ারেশসূত্রে পাওয়া নাছিরপুর মৌজার চার শতক জমি আমার সহোদর জবরদখলের চেষ্টা করে আসছে। ডোবা এই জমিটি আমি অনেক খর করে ভরাট করেছি। কিন্তু গত ১৩ মার্চ সকালে আমার ভাই পরিতোষ পাল, তার স্ত্রী মিনা পাল ও পুত্র মিঠুন পাল ওই জি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দেয়। ওই ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তারপর থেকে পরিতোষ পাল ও তার সন্তান আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে। এ ঘটনায় মৌখিকভাবে স্থানীয় ইউপি সদস্য রবীন অধিকারীকে জানালে তিনি গত ২০ এপ্রিল গ্রাম পুলিশের মারফতে শান্তিপূর্ণ অবস্থানের জন্য এবং পরিতোষ পালকে জবর দখল থেকে বিরত থাকার জন্য বলেন। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয় দেশিয় অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যায় উদ্যত হয় এবং পরিষদের গ্রাম পুলিশ সদস্যদেরকে তাড়িয়ে দেয়।

এ অবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে থানা পুলিশ প্রশাসনসহ উর্ধতনদের সহযোগিতা কামনা করেছেন নিজের ও পরিবারের জানমাল রক্ষায়।
এ ব্যাপারে অভিযুক্ত পরিতোষ পালকে ফোন করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

Share.
Exit mobile version