বাংলার ভোর প্রতিবেদক

সকল ক‌বিরা সুন্দর, আমাদের সুন্দর প্রতি‌বেশী। সুন্দর প্রতি‌বেশী‌দের সা‌থে সময় কাটা‌লে শরীর মন ভাল থা‌কে। এ কথা বিজ্ঞানীরা প্রমাণ ক‌রে‌ছেন। এছাড়া কবিরা জ্ঞানের কথা বলেন, সমাজকে অর্থবহ বার্তা দেন। সর্বোপরি সা‌হিত্য সুন্দর কথা ব‌লে। এজন্য আপনা‌দের মা‌ঝে আমাদের ছু‌টে আসা।

শুক্রবার সকাল ১০টায় যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দ্যোতনা সাহিত্য পরিষদ সভাপতি কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্ব ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কবি অধ্যাপক সুরাইয়া শরীফ, শেখ মাফিজুল ইসলাম, আহমদ রাজু, বকুল হক ও সাংবাদিক দেওয়ান মোরশেদ আলম।

দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের উপস্থাপনায় অনুভূতি ব্যক্ত ও কবিতা পাঠ করেন কবি অধ্যাপক অরুণ বর্মন, অ্যাড. জিএম মুছা, গোলাম মোস্তাফা মুন্না, শরিফুল আলম, রাবেয়া খানম, অ্যাড. মাহমুদা খানম, রবিউল হাসান, কাজী নূর, সীমান্ত বসু, শামসুজ্জামান স্বজন, কামাল মুস্তাফা, আব্দুর রশিদ খোকন, মেহেদুল ইসলাম প্রমুখ। মিষ্টিমুখের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

Share.
Exit mobile version