বাংলার ভোর প্রতিবেদক
কবি আজীজুল হকের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর সাহিত্য পরিষদের আয়োজন করে।
অনুষ্ঠানে কবি সাহিত্যিক আর শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জেলা পরিষদ সংলগ্ন সাহিত্য পরিষদ কার্যালয় ছিল মুখরিত। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল।
এসময় কবি আজীজুল হকের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্রবণী সুর, কাজী শাহেদ নওয়াজ, ফারজানা ববী, মুর্ছনা প্রমুখ। অনুষ্ঠানে কবি সম্পর্কে আলোকপাত করেন কবি কাজী মাজেদ নওয়াজ, হারুন অর রশীদ, নান্নু মাহাবুব, কবি শাহনাজ পারভীন, উত্তম চক্রবর্তী, মারুফুল আলম, মোজাই জীবন সাফারী, সাদী তাইফ, মামুন আজাদ প্রমুখ।
এর আগে সকালে কারবালাস্থ কবির কবরে যশোর সাহিত্যের সাথে পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।