মণিরামপুর (যশোর) প্রতিনিধি
কবুতর চুরির ঘটনায় ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে বিপাকে পড়েছেন উপজেলার ঝাঁপা গ্রামের জামাত আলী। গত সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে তিনি এ অভিযোগ করেন।
জামাত আলী জানান, রোববার রাতে ঝাঁপা গ্রামের ছয় বাড়ি থেকে প্রায় ৩৭ টি কবুতর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জামাত আলীর ১৭ টি, ইসমাইল হোসেনের ৬ টি, জামাল উদ্দিনের ১০ টি, তাজউদ্দিন ২ টি এবং শামছুরের ২ টি কবুতর ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। ওই দিন বিকালে পুলিশ হায়াতপুর গ্রামের কবুতর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে ১০ টি কবুতর উদ্ধার করে।
জামাত আলীর অভিযোগ, চুরির ঘটনায় ফাঁড়িতে অভিযোগ করায় জড়িতরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি মণিরামপুর থানায় মামলা করবেন।
ঝাঁপা ফাঁড়ির ইনচার্জ সনজিৎ বলেন, কবুতর চুরির বিষয়ে জামাত আলী আমাদেরকে অবহিত করেন। পরে পুলিশ ১১টি কবুতর উদ্ধার করেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক