মণিরামপুর (যশোর) প্রতিনিধি
কবুতর চুরির ঘটনায় ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে বিপাকে পড়েছেন উপজেলার ঝাঁপা গ্রামের জামাত আলী। গত সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে তিনি এ অভিযোগ করেন।
জামাত আলী জানান, রোববার রাতে ঝাঁপা গ্রামের ছয় বাড়ি থেকে প্রায় ৩৭ টি কবুতর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জামাত আলীর ১৭ টি, ইসমাইল হোসেনের ৬ টি, জামাল উদ্দিনের ১০ টি, তাজউদ্দিন ২ টি এবং শামছুরের ২ টি কবুতর ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। ওই দিন বিকালে পুলিশ হায়াতপুর গ্রামের কবুতর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে ১০ টি কবুতর উদ্ধার করে।
জামাত আলীর অভিযোগ, চুরির ঘটনায় ফাঁড়িতে অভিযোগ করায় জড়িতরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি মণিরামপুর থানায় মামলা করবেন।
ঝাঁপা ফাঁড়ির ইনচার্জ সনজিৎ বলেন, কবুতর চুরির বিষয়ে জামাত আলী আমাদেরকে অবহিত করেন। পরে পুলিশ ১১টি কবুতর উদ্ধার করেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
- ঐতিহাসিক ‘খাজুরা মুক্ত’ দিবস আজ
- যশোরে অস্ত্র, ককটেল, গুলিসহ সন্ত্রাসী মুরাদ আটক
- যশোরে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেল দুই সহস্রাধিক রোগী
- যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভা
- সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, মোমবাতি প্রাজ্জ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন
- তরিকুল ইসলামসহ তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে মণিরামপুরে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু
- চৌগাছা ব্লাড ফাউণ্ডেশনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
