পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দক্ষিণ খুলনার সুন্দরবন বেষ্টিত পাইকগাছা কয়রা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থীর জন্য ভোটের হাওয়া চলছিল জোরে। কিন্তু হেভিওয়েট প্রার্থীদের চমক দিয়ে মাঠ পর্যায়ের নেতা রশীদুজ্জামান নৌকার মনোনয়ন পেলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করে আলোচনায় আসতে শুরু করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩৬১ জন। ভোট কেন্দ্র ১৪২ টি ও ভোট কক্ষ রয়েছে ৯২২টি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম ও সার্বিক পরিস্থিতি রয়েছে ভালো।
মনোনয়নপত্র জমা ও বাতিল ঘোষণার পর থেকে নির্বাচনী উত্তাপ নেই পাইকগাছা-কয়রার ভোটারদের মাঝে। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে না আওয়ামী লীগের প্রার্থীর। সহজেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হতে পারবেন বলে মনে করছেন পাইকগাছা-কয়রার ভোটাররা।
ইতিমধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ছয়জন প্রার্থী। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের রশীদুজ্জামান, বিএনএম’র এসএম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির নাদির উদ্দিন ও জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন।
যে কয়জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে চাপ মুক্ত এবং সুবিধাজনক অবস্থানে আছেন নৌকা প্রতীকের প্রার্থী রশীদুজ্জামান মোড়ল। তিনি কপিলমুনি ইউনিয়ন থেকে দু’বার চেয়ারম্যান ও পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি মানুষের অধিকার আদয়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এ কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।
দলের মনোনয়ন পাওয়ার পর দু’ উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দলীয় নেতাকর্মীরা পাড়া-মহাল্লা, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগসহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের পাইকগাছা উপজেলা শাখার গুরুত্বপূর্ণ এক নেতা জানান, তিনি মানুষের অধিকার আদয়ের জন্য আন্দোলন সংগ্রাম করার কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়