সাতক্ষীরা সংবাদদাতা
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদরা সীমান্তের রাজপুর নামক স্থান থেকে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ভারতের নদীয়া জেলার দানতলা থানার ডৌলা গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) ও কল্যাণী জেলা সদরের মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার (৫৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার মাদরা সীমান্ত দিয়ে দুই জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির নায়েব সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্ব একটি চৌকস আভিযানিক দল সীমান্তের রাজপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করেন। এ সময় উক্ত স্থান থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ভারতীয় দুই নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।