মাগুরা সংবাদদাতা
হাফেজ আলেম ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত ও নির্বিচনে অযোগ্য ঘোষণা, সন্ত্রাস ও বৈষম্য মূলোৎপাটন, সংখ্যানুপাতিক ফেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সুখি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ।

এ সময় শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমাদের কি নৈতিক চরিত্রের পরিবর্তন হয়েছে। ঘুষখোর আগের মতো ঘুষ খাচ্ছে, চাঁদাবাজ আগের মত চাঁদাবাজি করছে, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, ধর্ষক ধর্ষণ করছে, এ সকল দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে ইসলামী আন্দোলনের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি মোস্তফা কামালের সভাতিত্বে দলের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা শাখার সদস্য মাওলানা মনিরুল ইসলাম, শালিখা শাখার সভাপতি মাওলানা হাসিবুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা শাখার সভাপতি হাফেজ মাওলানা ওয়ায়দুল্লাহ, ইসলামী যুব আন্দোলন মাগুরা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, শ্রীপর শাখার সভাপতি আমান উল্লাহ, মহম্মদপুর শাখারসভাপতি মাওলানা আলি আহম্মদ, ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা শাখার সভাপতি আব্দুস সালাম জায়েফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ সাইদুর ইসলাম প্রমুখ ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version