বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জামায়াতের আমীর বাঘারপাড়া ও অভয়নগর সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে তিনি। বুধবার বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, ছামদানী আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল বাশার, আবু আনসার, বিল্লাল হোসেন, আবুল কালাম, মনিরুল কাজী, জাহিদুল কবীর প্রমুখ।