কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে দুর্বৃত্তরা অজ্ঞান করে ডাক্তার শেখ শামসুর রহমানের ভবনের প্রথম ও দ্বিতল ভবনের তালা ও জানালার গ্রিল কেটে ১০ লক্ষাধিক টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বয়োবৃদ্ধ ও শিশুসহ চেতনানাশকে অসুস্থ হয়েছে পড়েছে ৭ জন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজ।
থানা সূত্রে জানা গেছে, প্রবীণ গ্রাম্য চিকিৎসক শামসুর রহমানের বাড়ির সকলকে অজ্ঞান করে অজ্ঞান পার্টির সদস্যরা গ্রিল কেটে আলমারি ও আয়রনস্টোর ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঘটেছে। মহৎপুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন শামসুর রহমান।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে আজান না দেয়ায় তার ভাইপো নাসির উদ্দিন পাশেই চাচা শামসুর রহমানের বাড়িতে খোঁজ নিতে গিয়ে বাড়ির ক্লপসিবল গেট খোলাসহ ডাক্তার শামসুর রহমানসহ তার চাচি, চাচাতো ভাই, এবং ভাবীরা সকলেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডেকে নিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বেলা ১১ টাার দিকে জ্ঞান ফেরে তাদের। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাড়িতে দেখতে যায়। রাস্তার পাশে বাড়িতে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ায় এলাকায় সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন পুলিশ তৎপর আছে, তদন্ত চলছে দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।