কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা বুধবার বিকেলে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী সামছুজ্জোহার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জমাত আলী গাইন, আব্দুসর সবুর তরফদার, আশাশুনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ধলবাড়িয়া ইউপির সাবেক মেম্বার আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।
বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, ধানের শীষ প্রতীকে আমার মনোনয়ন চেয়ে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছিলেন। মনোনয়ন না দেয়ায় আপনাদের চাওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনাদের সমর্থন ও ভালবাসায় যদি সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে অবহেলিত এলাকার সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে ভূমিকা পালন করবো, ইনশাআল্লাহ। তিনি সকল অপপ্রচার ও ভয় ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে ফুটবল প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
