কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জের শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১ টায় স্কুলের হলরুমে এলাকাবাসী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে তদন্তকালে শুনানী করেন আশাশুনী উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিম। এ সময় তাকে সহায়তা করেন কালিগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমান। তবে অভিযোগকারী শেখ সিদ্দিকুর রহমান ছিলেন অনুপস্থিত।
শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জমিদাতা শেখ আলাউদ্দীন আহমেদ বলেন, আমার ভাই জমি বিক্রি করায় একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বিদ্যালয়ের নামে নিরুপনপত্র করে দেয়া জমি কোটি টাকায় বিক্রি করেছে মর্মে বিভিন্ন সাংবাদিক মহলসহ এলাকায় সম্মানহানির নিমিত্তে গুজব ছড়াচ্ছে যা আদৌ সত্য নয়। তদন্তকারী কর্মকর্তা যথাযথভাবে তদন্ত করে শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি কোটি টাকা মূল্যে বিক্রি করার ব্যাপারে কোন প্রকার সত্যতা পাওয়া যায়নি।