নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। বিশেষ অতিথি ছিলেন কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
অন্ষ্ঠুান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল