নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। বিশেষ অতিথি ছিলেন কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
অন্ষ্ঠুান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস