কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ইউনিয়ন ভলিবল দল ২-০ সেটের ব্যবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দ্য টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নৈপূণ্যে জামাল দলের রাজন নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, জামির হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, নির্বাহী সদস্য সাবজাল হোসেন, কামরুজ্জামান রাজু, গোলাম সাকলাইন মুরাদ, খালেদ সাইফুল্লাহ মিলনসহ অন্যান্য কর্মকর্তাগণ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হাই ও বিশ্বজিত। টুর্নামেন্টে ধারাভাষ্য দেন জুয়েল রানা এবং স্কোরারের দয়িত্বে ছিলেন মুকুল ও টিপু।