কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী সমাজ। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তবে এমপি আনারের কন্যা মানববন্ধনে কোন বক্তব্য দেন নি।
মানববন্ধনে বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, এমপি আনারের হত্যার বিচারের দাবিতে যে রাস্তায় দাঁড়াতে হবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে তার এই পরিণতি ভোগ করতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন হত্যার বর্ণনা কখনো শুনি নাই। এই হত্যার পিছনে যারা দায়ি তাদের মুখোশ উন্মোচন হবেই এবং এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। ঝিনাইদহ-৪ আসনে এমপি আনার নির্বাচিত হওয়ার পরে এই এলাকার মানুষ নিñিদ্র নিরাপত্তার চাদরের মধ্যে বসবাস করছিল। এই মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, উনার হত্যা বা অপহরণ নিয়ে বিভিন্নভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে হত্যাকে ভিন্নখাতে নেয়ার পরিকল্পনা করছে। আমরা আগেও লক্ষ্য করেছি সংসদ নির্বাচন আসলেই কিছু হলুদ সাংবাদিকরা তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে। কিন্তু আজও পর্যন্ত তারা প্রমাণ করতে পারেননি এমপি আনার খারাপ মানুষ। তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।