কালীগঞ্জ প্রতিবেদক
‘উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত’ এই স্লোগানে য় ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুলপর্যায়ের ১৫ জন মেয়ে এবং কলেজ পর্যায়ে ২৩ জন মেধাবী মেয়ে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়।
বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার আয়োজনে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাবরক্ষক সুফিয়া খাতুন, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত।
অনুষ্ঠানে স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪শ’ টাকা হারে (অক্টোবর-ডিসেম্বর) তিন মাসের জন্য ১২শ’ টাকা এবং কলেজপর্যায়ে মাসিক ৫শ টাকা হারে তিন মাসের ১৫শ টাকা করে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।
শিরোনাম:
- জয়তী সোসাইটির উদ্যোগে নারী নির্যাতন বন্ধে যশোরে আধা কিলোমিটার সড়কব্যাপি মানববন্ধন
- মাগুরায় সামাজিক ও রাজনৈতিক বিরোধে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
- নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস উদযাপন
- জীবননগরে রাতের আঁধারে ধানের গাদায় দুর্বৃত্তের আগুন
- যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ পাচারকারী আটক
- যশোরে মধ্যে রাতে মাদকের দ্বন্দ্ব নিয়েই খুন হন তানভীর, চাকুসহ আটক দুই
- যশোরে ছুরিকাঘাতে যুবক খুন, ৬১ পিস ইয়াবা উদ্ধার
- ঐতিহাসিক ‘খাজুরা মুক্ত’ দিবস আজ
