কালীগঞ্জ প্রতিবেদক
‘উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত’ এই স্লোগানে য় ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুলপর্যায়ের ১৫ জন মেয়ে এবং কলেজ পর্যায়ে ২৩ জন মেধাবী মেয়ে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়।
বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার আয়োজনে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। বিকশিত নারী ও শিশুকল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাবরক্ষক সুফিয়া খাতুন, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত।
অনুষ্ঠানে স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪শ’ টাকা হারে (অক্টোবর-ডিসেম্বর) তিন মাসের জন্য ১২শ’ টাকা এবং কলেজপর্যায়ে মাসিক ৫শ টাকা হারে তিন মাসের ১৫শ টাকা করে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক