কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে জুয়েল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে আশিশ চক্রবর্তী উজ্জল, কার্য-নির্বাহী সদস্য পদে শাহাবুদ্দিন ও আব্দুল আলিম।
ইউনিয়নের মোট ভোটার ১২২ জন। মঙ্গলবারের ভোটে ১৮ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নামে রেজিস্ট্রেশন করা হয়। ইউনিয়নের এটি প্রথম উৎসবমুখর ভোট। ভোট দিতে পেরে শ্রমিকরা আনন্দিত।
শিরোনাম:
- বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে যশোর গণহত্যা দিবস স্মরণ
- যশোরে জাগপার ৪৫ বছর পূর্তি উদযাপন
- যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক
- মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন
- টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ
- ‘কেন্দ্রীয় কৃষকদল নেতাকে এমপি বানাতে একট্টা’র ঘোষণা আ’লীগ চেয়ারম্যানদের, ভিডিও ভাইরাল
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’