বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। রমজানের শেষের দিকে বাজারে কেনাকাটার চাপ বাড়ে। এ সময় পকেটমার, চুরি, ছিনতাই বাড়ে। জাল টাকার ছড়াছড়ি হয়। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে এই সব বিষয়গুলো নজরদারি করবে। সীমান্ত দিয়ে অবৈধ পথে পোষাক, কসমেটিক চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক থাকবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করবে। ঈদ সামনে রেখে পণ্য পরিবহন নিয়ে চাঁদাবাজি হয়। পণ্যের পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা হবে। ভালো, সৎ ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে না। তবে যারা পণ্যে ভেজাল দেবে, বাড়তি মুনাফার লোভে ভোক্তার সাথে প্রতারণা করবে তাদের শাস্তির আওয়াতায় আনা হবে। অন্য জেলার তুলনায় যশোরে পণ্যের দাম বাড়লে সেটার কারণ ক্ষতিয়ে দেখা হবে এবং সাথে সাথে মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে প্রশাসন।
জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, বড় বড় শপিং মল, বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগের জরুরি নম্বর থাকবে। যেন মানুষ জরুরি প্রয়োজনে প্রশাসনের সাহায্য পেতে পারে। রমজানকে কেন্দ্র করে বাজারে মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার প্রতিনিধি কর্তৃক অভিযান জোরদার করা হবে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিরাপত্তার জন্য পরিচয়পত্র দিতে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন সানজিত আহমেদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান প্রমুখ।