বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। বিএনপি রাষ্ট্র সংস্কার প্রস্তাবে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে কৃষক দল আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কৃষি পণ্য সংরক্ষণের জন্য কোলস্টোরেজ নির্মাণ করা উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কৃষক বাঁচাও, দেশে বাচাও এই শ্লোগানকে বুকে ধারণ করে প্রকৃত কৃষকদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাদের কষ্টের কথা বুঝতে হবে।
যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিকদার সালাহ উদ্দিন ও হাবিবুর ইসলাম কচি।