বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে চৌগাছা ও সদর উপজেলার ব্যাপক সংখ্যক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসলের ক্ষতির শিকার হওয়া কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার দুপুরে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চৌগাছা উপজেলার মাজালী, সিংহঝুলি, জামালতা, উত্তর কয়ারপাড়া, বলিদাপাড়া, জামিরা, বারুইহাটি, মশিয়ূরনগর, জগন্নাথপুর, চৌগাছা, স্বরুপদাহ ও রোস্তমপুর ইউনিয়নের এবং সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, ইছালী ও কাশিমপুর এলাকার প্রায় ৯৭১ জন কৃষক ঝড়ে তাদের ধান, পাট, সবজি ও ফলসহ অন্যান্য ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ১২টি ডিপ টিউবওয়েলের আওতাধীন জমির ধান এবং এর বাইরের জমির ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদ যশোরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক খেত মজুর সংগ্রাম পরিষদ যশোরের আহবায়ক মিজানুর রহমান, জাতীয় কৃষক সংগ্রাম সমিতি যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান নান্নু, সমিতির নেতা মহিববুল্লাহ মহিব এবং খেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা রফি উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।