মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হকের ষড়যন্ত্রমূলকভাবে বদলির অভিযোগ তুলে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক অংশ নেন। তারা প্ল্যাকার্ড হাতে বদলির আদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে এই সৎ ও পরিশ্রমী কর্মকর্তার বদলির পাঁয়তারা করছে। অথচ তিনি মাঠপর্যায়ে কৃষকদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, সরকারি বিজ ও সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন এবং কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থেকেছেন।

কৃষক হাসান বিশ্বাস বলেন, “আমরা এই কৃষি অফিসারকে বদলি করতে চাই না। তিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার মতো কর্মকর্তা পাওয়া এখন বিরল।”

আরেক কৃষক তরিকুল ইসলাম জানান, “তোজাম্মেল স্যার মাঠে মাঠে ঘুরে আমাদের পরামর্শ দেন। এমন কৃষিবান্ধব কর্মকর্তার বদলি হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।”

কৃষাণী শাকিলা রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা তাকে বদলি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “ভালো কর্মকর্তার বদলি নয়-তাকে এখানেই রাখা হোক।”

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version