কালিগঞ্জ সংবাদদাতা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম (নিলু) কৃষ্ণনগর বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
আজ (শুক্রবার) বিকেলে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগণের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব হোসেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি আফজাল হোসেন, মোকাররম ইসলাম গাজী, আব্দুল মাজিদ, মো. আলাউদ্দিন, আবু বক্কর সিদ্দিক, শাহনেওয়াজ সৈকত, তাজুল হাসান সাদ প্রমুখ।