সাতক্ষীরা সংবাদদাতা
কালীগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর ও ডাকাত আব্দুল জলিল হত্যা ঘটনার ৬ বছর পর কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেত্রী সাফিয়া পারভীনসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ১৪ অক্টোবর নিহত ইউপি সদস্য আব্দুল জলিলের মামা মিনারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ ১ নং আমলী কালী. আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং ৭৮৫/২৪। মামলার অন্যান্য আসামিরা হলেন উপজেলার শংকরপুর গ্রামের আজিবর কাগুজি, সিরাজ গাজী, আমিনুর রহমান, নেংগী গ্রামের জাবেদ মেম্বার, কৃষ্ণনগর গ্রামের গোবিন্দ ঘোষ, আনিসুর কাগুজি, আমিনুর, সুশান্ত ঘোষ, মোহাসিন, সোতা গ্রামের রফিকুল ইসলাম, মানপুর গ্রামের ইয়াছিন আলী ওরফে হোঁছট বাবু, রমজান গাজী, আক্তার, মোক্তার, মোস্তফা সরদার, রামনগর গ্রামের শাহিনুর রহমান, নজরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের মজিবর, শোতা গ্রামের আজিজুল গাজী, শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের মুজিবর এবং গোবিন্দপুরের ফয়সাল গাজী।
মামলা সূত্রে জানা যায়, কৃষ্ণনগর বাজারে আসামিরা প্রকাশ্যে জলিলকে কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version