কেশবপুর সংবাদদাতা
যশোর জেলা কেশবপুর উপজেলার কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কেশবপুর উপজেলা ভূমি অফিসের ভিতরে প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপণ করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ
কেশবপুর উপজেলা, গাছের চারা রোপণ শেষে দেশ ও জাতির কল্যাণে জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক কর্পোরাল রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সহ সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, সহদপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত আলী, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিন, অন্যতম সদস্য সার্জেন্ট মাহাবুর, সার্জেন্ট মিজান, সার্জেন্ট সামসু, কর্পোরাল জালাল, সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, কর্পোরাল আবু কাসেম, সার্জেন্ট সুবাস, সার্জেন্ট মিজান, সার্জেন্ট রেজাউল, সার্জন শামছুর রহমান, সার্জেন্ট শফিকুল ইসলাম, সার্জেন্ট শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।