কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রভাষক মহাদেব কুমার কুন্ডু, শিক্ষক উৎপল কুমার রায়, ডা. এনসি ফৌজদার, হোসাইন আহমেদ, পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন ও মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অডিট অফিসার আব্দুল আজিজ।