বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে আওয়ামী লীগের কর্মসূচির ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ বিষয়ে জানতে পেরে চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে সুজন ও আলী হোসেনকে লিফলেটসহ আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার হওয়া সুজন ছাত্রলীগের কর্মী এবং আলী হোসেন আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- কথা রেখেছেন চিত্রা মডেল কলেজ সভাপতি শামীম
- যশোরে নেতাকর্মীদের জন্য রিজার্ভ আড়াইশ’ বাস-মাইক্রোবাস
- জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও মানুষ গণতান্ত্রিক অধিকার বঞ্চিত : অমিত
- জেলের ছদ্মবেশে এসিড নিক্ষেপ মামলার আসামি ধরলো পুলিশ
- যশোরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু
- নাটক ম্যাডম্যান মঞ্চস্থ
- রহিমাবাদকে আপনারাই আদর্শ গ্রাম করতে পারেন : সাতক্ষীরা জেলা প্রশাসক
- বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু-রাজ্জাক প্যানেল জয়ী