কেশবপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজের ঈগল প্রতীকের পক্ষে গতকাল বিকেলে কেশবপুর শহরে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
ঈগল প্রতীকের এই মিছিলে কেশবপুর পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় শ্লোগানে-শ্লোগানে কেশবপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজ। তিনি বলেন, আগামী ৭ তারিখে সকল ভয়ভীতি উপেক্ষা করে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয় সু-নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিএম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জিএম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ। মিছিলে অংশ নেওয়া কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার সহস্রাধিক নেতাকর্মী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।
শিরোনাম:
- অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
- আব্দুল আওয়াল ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মনোনীত
- সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- ফ্রান্স থেকে শিকড়ের সন্ধানে ফেরা তেহজিবের হৃদয়ে ‘চম্পাবতীর পালা’
- জমজমাট গদখালীর ফুলবাজার, দুই দিবসে দুই কোটি টাকার ফুল বেঁচাকেনা
- জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়- যশোরে মেঘমল্লার বসু
- বিজয়ের উষালগ্নে আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন
- যশোরে বাবার সামনেই উপর্যুপরি ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
