কেশবপুর সংবাদদাতা:
কেশবপুরে সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মানববন্ধন পালিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেশবপুরের দুইশ বছরের পুরাতন কেন্দ্রীয় সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে গত ৮ মে রাতে চুরি সংঘটিত হয়। মন্দিরে কালী মুর্তির মাথার সোনার মুকুট, চেইনসহ প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা এবং কিছু শাড়ি নিয়ে যায় চোরেরা।
প্রশাসন সে সময় চোরাই মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের আটক ও শাস্তির কথা বললেও চুরির ঘটনাটি আজ ২৩/২৪ দিন অতিবাহিত হওয়ার পরও তার কোন সঠিক তথ্য উদঘাটন না হওয়া এই ঘটনার সাথে কারা জড়িতদের আটক বা মামলার অগ্রগতি না হওয়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা সভাপতি এ্যাড. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে ত্রিমহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক কুমার সেন, পলাশ সিংহ, কার্তিক রায়, অলোক বসু প্রমুখ।