কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন .. .. মণিরামপুরে শিক্ষক সমিতির সাথে ধানের শীষ প্রার্থীর মতবিনিময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমে সংবর্ধনা পাওয়া নারীরা হলেন-সফল জননী নারী বিভাগে উপজেলার মধ্যকুল গ্রামের শাহানারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে রামচন্দ্রপুর গ্রামের শাহনাজ আফরোজ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে শিক্ষক ইসমোতারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বিভাগে আলতাপোল গ্রামের সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানের অতিথিরা ওই চার নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

